সুনিল নারাইনের জন্য দিনটি গৌরবের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) উইকেট শিকারের চূড়ায় পা রাখলেন তিনি। সেই স্মরণীয় দিনটিতেই অস্বস্তির ছোঁয়া মাখিয়ে তাকে এক ওভারে তুলাধুনা করলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের এই গৌধূলি লগ্নে বাংলাদেশের অলরাউন্ডার একটি জায়গায় ছাড়িয়ে গেলেন নিজেকে। কিন্তু শেষ পর্যন্ত তার সেই ছোট্ট ঝড় খুব একটা কাজে লাগল না দলের। সিপিএলের এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে উড়ে গিয়ে টুর্নামেন্ট পথচলা শেষ হয়ে গেল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সাকিব। তার ৪৬২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অন্তত ২০ রান করা ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই। তার স্ট্রাইক রেট এ দিন ২৮৮.৮৮। আগের সেরাটি অবশ্য খুব পুরোনো নয়। এই সিপিএলেই গত ৩১ অগাস্ট সেন্ট...