‘আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীতেই সন্তুষ্ট।’ এ কথা বললেন অভিনেত্রী সুহানা। পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে যার অভিষেক হচ্ছে। তিনি শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্যা সুহানা খান। এ সিনেমায় ভেরোনিকা লজ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভোগ ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দিয়েছেন সুহানা। এ সময় তাকে প্রশ্ন করা হয়, যদি ভেরোনিকার প্রেমিক অন্য মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় তবে সে কী করবে? জবাবে সুহানা খান বলেন— ‘এরই মধ্যে ভেরোনিকার পেছনে ছেলেদের লম্বা লাইন রয়েছে। তাই এমনটা হলে সে অন্য ছেলেদের মেসেজ দেবে।’ সিনেমার চরিত্র রূপায়ন করতে গিয়ে অন্য ছেলেদের মেসেজ দিলেও ব্যক্তিগত জীবনে ঠিক তার উল্টো সুহানা। ব্যক্তিগত জীবনের কথা জানিয়ে সুহানা বলেন, ‘এ রকমটা জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে দেব। আমার এ রকম...