যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর শুল্কের প্রভাব পড়েছে জাপানের রপ্তানিতে। চলতি বছরের আগস্টে দেশটির যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রায় ১৪ শতাংশ কমে গেছে, যা বিগত চার বছরের মধ্যে সবচেয়ে বড় পতন। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যে দেখা যায়, জাপানের গাড়ি রপ্তানি কমেছে ২৮.৪ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ রপ্তানি কমেছে ৭.১ শতাংশ। এই খাতে পতন শুরু হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শুরুতে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ব্লুমবার্গ জানিয়েছে, আগস্ট মাসে জাপানের যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৩.৮ শতাংশ কমেছে, যা ২০১৯ সালের পর সর্বোচ্চ পতন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৭.৫ শতাংশ শুল্ক জাপানের গাড়ি শিল্পকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। জাপানের যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ আসে গাড়িখাত থেকে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, মঙ্গলবার থেকে কার্যকর হওয়া সাম্প্রতিক এক বাণিজ্য চুক্তির আওতায় জাপানি গাড়ির ওপর যুক্তরাষ্ট্রে...