মালয়েশিয়ায় ২১তম আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস) শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (মিটেক) হালাল শোকেসের আয়োজন করা হয়েছে। মালয়েশিয়া বহিমুখী বাণিজ্য উন্নয়ন করপোরেশন (ম্যাট্রেড) আয়োজিত এ আয়োজনে ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘হালাল উৎকর্ষতার শীর্ষ’। ম্যাট্রেডের এক বিবৃতিতে জানানো হয়, মিহাস ২০২৫-এ বাংলাদেশসহ ৮০টি দেশের ২ হাজার ৪০০ বুথ ও আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন। প্রায় ৪৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করছে আয়োজকরা। ইভেন্টে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিশেষ ক্রয় মিশন (আইএনএসপি), নলেজ হাব সেমিনার, পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক সংলাপের সুযোগ। হালাল খাদ্য ও পানীয়, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইসলামিক অর্থায়ন, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ব্যক্তিগত যত্ন, প্রসাধনী এবং মুসলিম-বান্ধব পর্যটন—সব মিলিয়ে...