ডেনমার্কে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে একটি অনুষ্ঠানে চীন ও তাইওয়ানের প্রতিনিধিদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জাপানের সম্রাটের জন্মদিন উদযাপনের ওই অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ওয়াং সুয়েফেং তাইওয়ানের প্রতিনিধি রবিন চেং ও তার স্ত্রীকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার দাবি জানান। জাপানি দূতাবাস এই দাবি প্রত্যাখ্যান করলে চীনা রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে স্থান ত্যাগ করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিয়াও কুয়াং-ওয়েই এক সংবাদ সম্মেলনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে জাপানি রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত চীনা রাষ্ট্রদূত ওয়াং সুয়েফেং আকস্মিকভাবে তাইওয়ানের প্রতিনিধি রবিন চেং এবং তার স্ত্রীকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। জাপানি কর্তৃপক্ষ চীনা রাষ্ট্রদূতের এই অযৌক্তিক দাবি মেনে নেয়নি। জাপানি রাষ্ট্রদূত হিদেকি উইয়ামা...