জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে। এ সংক্রান্ত ঐকমত্যে পৌঁছাতে না পারায় এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর পর এটিই প্রথম বৈঠক। এর আগে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে কমিশন। তবে একমত না হওয়ায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০টি দলের সঙ্গে তারা আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। উল্লেখ্য, ছয়টি সংস্কার কমিশনের (দুই পর্বে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন) প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফার...