১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম এশিয়া কাপের ১৭তম আসরে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে হারিয়ে প্রথম শর্ত পূরণ করেছে বাংলাদেশ। পরের রাউন্ডে যেতে এখনও অনেক হিসাব-নিকাশ বাকি টাইগারদের। এজন্য তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে কোনো হিসাব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতে গেলে চলে আসবে নেট রান রেটের হিসাব, যেখানে আফগানদের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। দুই ম্যাচের দুটিতে জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্ট ৪। তবে নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে। শ্রীলঙ্কার নেট রাট রেট +১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০। দুই ম্যাচের একটিতে জেতা আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০। গ্রুপ পর্বের শেষ ম্যাচে...