মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভারতে বিভিন্ন সময় আটক হওয়া প্রায় ১৬ হাজার বিদেশি নাগরিককে ভারত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্তৃক প্রদত্ত একটি প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে ভারত সরকারের এই পদক্ষেপ সবচেয়ে বড় অভিযানের একটি। ইতিমধ্যেই ১৬ হাজার চিহ্নিত বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আরো পড়ুন:অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামীদুই সন্তানসহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি নারীকে সীমান্তে ফেলে পালাল ভারতীয় শ্বশুর দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি নারীকে সীমান্তে ফেলে পালাল ভারতীয় শ্বশুর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ভারতের মাদকচক্রের নেটওয়ার্ক ভেঙে ফেলা ও ‘মাদকমুক্ত ভারত’ অভিযানকে আরো শক্তিশালী করাই এই পদক্ষেপের লক্ষ্য। যেসব দেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে সেগুলোর মধ্যে...