১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পা রেখেছেন। এই সফরকে দুই দেশের ‘বিশেষ সম্পর্ক’ আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি, ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ট্রাম্প মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ব্রিটেনে পৌঁছান। সফরের মূল উদ্দেশ্য হলো ব্রিটেনকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং দুই দেশের অর্থনৈতিক, প্রযুক্তি ও জ্বালানি খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধি করা। এই সফর কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সাম্প্রতিক রাজনৈতিক চাপ মোকাবিলার মধ্যে রয়েছেন, এবং ট্রাম্পের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সময়—কারণ মাত্র এক সপ্তাহ আগে তার ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক নিহত হন।...