১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা অব্যাহত রয়েছে। আকাশপথ ও স্থলপথে একযোগে চালানো হামলায় নতুন করে অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহল এ পরিস্থিতিকে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে দেখছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখলের লক্ষ্যে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে। তাদের উদ্দেশ্য হলো শহরটির নিয়ন্ত্রণ নেওয়া এবং বাকি ফিলিস্তিনিদের উচ্ছেদ করা। স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার প্রধান আবাসিক এলাকার দিকে অগ্রসর হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়, এ অগ্রযাত্রা শুরু হলে নিহতের সংখ্যা বহুগুণে বেড়ে যেতে পারে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গভীর উদ্বেগ প্রকাশ...