চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ হয়েছে। তিন দিনে মোট ১০৮৮ মনোনয়ন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।এর আগে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ শেষ হয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন বিতরণের কথা থাকলেও প্রার্থীদের উপচেপড়া ভিড়ের কারণে সময় বৃদ্ধি করা হয়।চাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নের তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদে ৩৯১টি ও হল সংসদে ৫১৬টি মনোনয়ন বিক্রি হয়েছে। এর মধ্যে ছেলেদের হলে ৪৪১টি এবং মেয়েদের হলে ১৪৮টি। তিন দিনে কেন্দ্রীয় সংসদে মোট মোট ৪৭৪টি এবং হল সংসদে মোট...