সামাজিক মাধ্যমেপ্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ''আপনার মতো আমিও ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আপনি যে প্রয়াস করছেন, আমরা তা সমর্থন করি।'' মঙ্গলবারইভারতও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তারপর জানানো হয়েছে, দুই দেশের পক্ষে ভালো একটি বাণিজ্য চুক্তি দ্রুত করার জন্য আরো বেশি করে চেষ্টা করা হবে। দিল্লির বিজ্ঞান ভবনে সাত ঘণ্টা ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। তারপর ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ''আলোচনা ইতিবাচক হয়েছে এবং বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি দুই দেশের পক্ষে লাভজনক একটা বাণিজ্য চুক্তি করা হবে।'' সূত্র জানাচ্ছে, আগে যেমন অ্যামেরিকা ভারতের কৃষিক্ষেত্র তাদের পণ্যের জন্য খুলে দিতে বলেছিল, এখন তারা সুর নরম করেছে। তারা তাদের...