ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক-বিতর্কের জের ধরে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দাবি না মানলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিল পিসিবি। আইসিসি তাদের দাবি নাকচ করে দিলেও শেষ পর্যন্ত ম্যাচ বর্জনের পথে হাঁটছে না পাকিস্তান। তীব্র ক্ষোভ নিয়ে আজ দুবাইয়ে বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে সালমান আগার দল। দুদলের জন্যই অভিন্ন সমীকরণ-জিতলে সুপার ফোর, হারলে বিদায়। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠা নিশ্চিত ভারতের। দুই হারে ওমানের বিদায়ও নিশ্চিত। দুই ম্যাচে পাকিস্তান ও আরব আমিরাতের জয় একটি করে। আজকের ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে ভারতের সঙ্গী হবে। ইতিহাস-ঐতিহ্যে দুদলের মধ্যে কোনো তুলনা না চললেও বড় মঞ্চে পচা শামুকে পা কাটার নজির কম নেই...