১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের প্রায় ৯ মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে না বরং ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মাধ্যমে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। গত জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের পর ৯ মাস ধরে তিনি ঘোষণা করেছিলেন যে, ওয়াশিংটন ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে না এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি অগ্রাধিকার পাবে। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে তিনি প্রথমবারের মতো অনুমোদন দিয়েছেন যে, ইউক্রেনে দু’টি অস্ত্রের চালান পাঠানো হবে। প্রত্যেক চালানের মূল্য প্রায় ৫০ কোটি ডলার এবং এতে থাকবে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মাধ্যমে যেসব অস্ত্র পাঠানো হচ্ছে তা নিশ্চিত করা,...