১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের বৈশ্বিক স্ট্রিমিং এলাকা আরও বিস্তৃত করছে। যার অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি নতুন বাজারে চালু হতে যাচ্ছে এইচবিও ম্যাক্স।ইতোমধ্যেই জনপ্রিয় এই প্ল্যাটফর্মে রয়েছে ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’-সহ ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সিনেমা—’সুপারম্যান’, ‘এ মাইনক্রাফট মুভি’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স’। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির গ্লোবাল স্ট্রিমিং অ্যান্ড গেমস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, ‘এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে যাত্রা শুরুর পর এইচবিও ম্যাক্স এখন বিশ্বজুড়ে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। বছরের শেষে এটি ১০০-রও বেশি বাজারে পাওয়া যাবে। ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের মতো বড় বাজারেও...