জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে আসছে বড় পরিবর্তন। এখন থেকে অন্য কারো ছবি, পোস্ট, ভিডিও বা স্টোরি কপি করলেই কপিরাইট রিপোর্টের মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। সম্প্রতি ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, তারা নতুন একটি টুল ‘মেটা কন্টেন্ট প্রটেকশন’ চালু করছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কনটেন্ট কপি হলে খুব সহজেই সেটি ট্র্যাক করতে পারবেন এবং চাইলে সরাসরি রিমুভ করার ব্যবস্থা নিতে পারবেন। তবে এই সুবিধাটি এখনো সব একাউন্ট বা পেইজে চালু হয়নি। ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এটি এভেইলেবল করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। রাইট ম্যানেজারের মতো এখানে আলাদা...