যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রজেক্টর দিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদের দেয়ালে প্রদর্শন করেছে সেখানকার বিক্ষোভকারীরা। দেশটিতে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে ঘিরে ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ। পুলিশের বিবৃতিতে জানানো হয়, উইন্ডসোর ক্যাসলে অনুমোদনবিহীন প্রদর্শনীর পর ‘ক্ষতিকর যোগাযোগের’ সন্দেহে চারজন প্রাপ্তবয়স্ককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পৌঁছান ট্রাম্প। সেদিনই, তার পৌঁছানোর আগে ট্রাম্প ও এপস্টেইনের ছবিসম্বলিত বিশাল ব্যানার নিয়ে উইন্ডসর ক্যাসলের কাছে জড়ো হন আন্দোলনকারীরা। এসময় তারা দুর্গের দেয়ালে প্রজেক্টর দিয়ে কিছু ছবিও প্রদর্শন করেন। লন্ডনের মাইল পঁচিশেক পশ্চিমে অবস্থিত এই উইন্ডসর ক্যাসলে বুধবার ট্রাম্পকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন রাজা চার্লস। দুর্গের দেয়ালে একটি চিঠির ছবিও দেখানো হয়, যা এপস্টেইনকে ট্রাম্প লিখেছিলেন বলে জোর প্রচারণা...