১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজায় তত্ক্ষণিক ও অবাধ মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নৈতিকতার ভিত্তিতে এখনই কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেয়া জরুরি, কারণ গাজায় চলমান পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনাই সবচেয়ে বড় প্রয়োজন। তারেক রহমান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতের ফেসবুক স্ট্যাটাসে এই কথা জানিয়েছেন। তিনি স্মরণ করিয়েছেন যে, ১৯৪৮ সালের কনভেনশনে গণহত্যাকে ‘একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে, জাতিসংঘের একটি নতুন কমিশন গাজায় যারা ঘটে চলেছে তার বিশদ তদন্ত করে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই অপরাধের দায় ইসরায়েলের ওপর বর্তায় — তাই আর কোনও অজুহাত বা...