উয়েফা চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের শুরুটা হলো স্বপ্নের মতো। মাত্র ৩৬ সেকেন্ড মাঠে নামার পরই গোল করে দলকে এগিয়ে নিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। শেষ মুহূর্তে নিজেই আবার অ্যাসিস্ট করে নিশ্চিত করলেন দারুণ এক জয়। তাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করল মিকেল আর্তেতার শিষ্যরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সান মামেসের শত্রুভাবাপন্ন গ্যালারির সামনে আর্সেনাল যেন নিজেদের নতুন চেহারাই মেলে ধরল। ১৩২ দিন আগে পিএসজির কাছে সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল। সেই দুঃখ ভুলিয়ে দিলো এ জয়।আরো পড়ুন:এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে নির্ধারিত হলো কে কার মুখোমুখি এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয় চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে নির্ধারিত হলো কে কার মুখোমুখি প্রথম গোল আসে ম্যাচের ৭২তম মিনিটে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের লং পাসে...