মাত্র আড়াই সপ্তাহ আগেই লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সেই হারের বদলা দারুণভাবে নিলেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি এক অসাধারণ অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জয়ের স্বাদ দিলেন আর্জেন্টাইন মহাতারকা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে মায়ামি। ১২ মিনিটেই দারুণ এক আউটসাইড-ফুট পাসে জর্ডি আলবাকে গোল উপহার দেন মেসি। স্প্যানিশ ডিফেন্ডার সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে বল জড়ান।আরো পড়ুন:মেসির পেনাল্টি মিস, মায়ামির হারমেসির আর্জেন্টিনার অক্টোবরের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত মেসির আর্জেন্টিনার অক্টোবরের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত ২৮ মিনিটে মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন। চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে শট নেন। কিন্তু বল গিয়ে লাগে পোস্টে। তবে প্রথমার্ধ শেষ...