মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত টাইলার রবিনসনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইবে প্রসিকিউশন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউটাহ কাউন্টির প্রধান প্রসিকিউটর জেফ গ্রে এ ঘোষণা দেন। খবর আল জাজিরার। রবিনসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— গুরুতর হত্যাকাণ্ড, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি, সাক্ষী প্রভাবিত করা এবং শিশুর উপস্থিতিতে সহিংস অপরাধ সংঘটন। প্রসিকিউটর গ্রে সংবাদ সম্মেলনে বলেন, “আমি এ সিদ্ধান্ত হেলাফেলা করে নেইনি। অপরাধের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতেই মৃত্যুদণ্ড চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, অভিযোগে দুটি গুরুতর কারণ যুক্ত করা হয়েছে— কার্ককে তার রাজনৈতিক মত প্রকাশের কারণে টার্গেট করা এবং শিশুদের উপস্থিতির মধ্যে হত্যাকাণ্ড ঘটানো। রবিনসন মঙ্গলবার প্রথমবার ভার্চুয়ালি আদালতে হাজির হন। এ সময় তাকে আত্মহত্যা প্রতিরোধী...