বর্ষার বিদায় মানেই প্রকৃতিতে রং বদলের আভাস। পাহাড়ি জনপদ খাগড়াছড়ি তখন সাজে শরতের অপরূপ সাজে। দক্ষিণা বাতাসের মৃদু ছোঁয়ায় দুলতে থাকে সবুজ ধানের চারা। পথিকেরও মন কেড়ে নেয় প্রকৃতি। শরৎ মানেই খাগড়াছড়ির পাহাড়ে, টিলায়, ছড়ায়, নদীর তীরে সাদা সাদা কাশফুলের সমারোহ। জেলা জুড়ে কাশফুলের এই স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে। জেলা শহরের কোল ঘেষে এক পাশে চেংগী নদীর স্বচ্ছ জল, অন্য পাশে পাহাড়। নদীর তীরে তীরে হাওয়ায় দুলছে কাশফুল। মনে হয় যেন সবুজের বুক জুড়ে শুভ্রতার চাদর বিছানো। কাশফুলের মায়াবী আহ্বানে ভ্রমণপিয়াসীরা ছুটছেন খাগড়াছড়ি শহরের দিঘীনালা সড়কের ৮ মাইল এলাকায়। চেংগী নদীর কুল ঘেঁষে রাস্তার দুই ধারে ফুটে থাকা কাশফুল আর নীল আকাশে সাদা মেঘের ভেলা মুহূর্তেই ছুঁয়ে যায় হৃদয়। কখনো রোদ, কখনো বৃষ্টির লুকোচুরি খেলা মনে করিয়ে দেয়...