বাংলাদেশের জন্য গতকাল মঙ্গলবারের ম্যাচটা ছিল বাঁচা-মরার। সে পরীক্ষায় ‘প্রাথমিকভাবে’ পাস করেছেন লিটন দাস-তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। চলতি এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচেআফগানিস্তানকে ৮ রানে হারিয়েছেবাংলাদেশ। এতে সুপার ফোরের আশা টিকে থাকল ফিল সিমন্সের শিষ্যদের। তবে ‘সুখবর’ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামীকালের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে কোনো ধরনের সমীকরণের ধার না ধেরেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতে গেলেও ‘ক্ষীণ’ সুযোগ থাকবে লিটনদের। তখনকার সমীকরণটা একটু জটিল। সে জটিল সমীকরণে যাওয়ার আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে নজর দেওয়া যাক। দুই ম্যাচ খেলা শ্রীলঙ্কা দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৩ ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্টও সমান চার। তবে রানরেটে শ্রীলঙ্কার (+১.৫৪৬) চেয়ে পিছিয়ে থাকায় দুইয়ে বাংলাদেশ (-০.২৭০)। আর দুই ম্যাচে একটিতে জেতা আফগানিস্তানের...