হলিউডের রোমান্টিক আর পোড়খাওয়া নায়ক, সেখান থেকে পরিচালক, এরপরপরই চলচ্চিত্র আন্দোলনের সংগঠক আর পরের প্রজন্মের নির্মাতা-অভিনেতা তৈরির কারিগর, আর সবশেষে পরিবেশ রক্ষা আন্দোলনের সক্রিয় কর্মী–এক জীবনে এই সবগুলো খাতে ‘আঁচড় কেটে যাওয়া’ রবার্ট রেডফোর্ডের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল ৮৯ বছর। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সানড্যান্সে নিজের বাড়িতে মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার পাবলিসিস্ট সিন্ডি বার্জার সংবাদমাধ্যমকে বলেছেন, রাবার্ট তার “প্রিয় জায়গা থেকেই বিদায় নিয়েছেন, তার প্রিয় মানুষদের সান্নিধ্যে।” সত্তরের দশকের শুরুতে এক-দুটি অভিনয়ের কাজ করেছেন। ব্রডওয়েতেও চেষ্টা করেছিলেন। এরপর দুম করে যেন রূপালি পর্দা ধরা দিল তার সামনে। ১৯৬৭ সালে জেন ফন্ডার সঙ্গে তার প্রথম সিনেমা ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’। হ্যাঁ, ওই সিনেমায় তাকে লোকে খানিকটা চিনল বটে, ধাক্কাটা এল বছর দুই পরে। ফেরারী আসামিকেও আইডল মনে করতে...