শর্তসাপেক্ষে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে ভারতের মাওবাদী নেতৃত্ব। মাওবাদীদের এমনই একটি চিঠি হাতে এসেছে বলে জানিয়েছেন ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী। চিঠি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে সিপিআই (মাওবাদী) সংগঠনের প্যাডে লেখা একটি চিঠি জনসমক্ষে এসেছে। সেই চিঠিতে এক মাওবাদী শীর্ষ নেতার ছবিও আছে। চিঠিতে বলা হয়েছে, শর্তসাপেক্ষে মাওবাদী শীর্ষ নেতৃত্ব অস্ত্র সমর্পণ করে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে, সরকারকে এবিষয়ে নির্দিষ্ট মতামত জানাতে হবে। চিঠিতে বলা হয়েছে সংবাদমাধ্যমসহ বিভিন্ন সংগঠন এবং সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছে মাওবাদী শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি জেলবন্দি ‘কমরেড’ এবং অন্যান্য জায়গায় থাকা দলের সদস্যদের সঙ্গে আলোচনার পরিসর তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। সূত্র মারফত এই চিঠি ডিডাব্লিউয়ের হাতে এসে পৌঁছেছে। ডিডাব্লিউ এই চিঠির সত্যতা যাচাই করতে পারেনি। তবে...