চলতি মৌসুমের পরিসংখ্যানে চোখ রাখলে স্পষ্টই দেখা যায় কতটা দুর্দান্ত ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ৮ গোল, ২ অ্যাসিস্ট। মঙ্গলবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচে দাপট দেখান তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে তার জোড়া গোলে পিছিয়ে পড়েও অলিম্পিক মার্শেইকে ২–১ ব্যবধানে হারাল রিয়াল। স্বদেশি ক্লাবকে হতাশায় ডোবাতে ফরাসি তারকা দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে।রিয়ালের জার্সিতে মঙ্গলবার রাতে এমবাপে দেখা পান ৫০তম গোলের। লস ব্লাঙ্কোসের হয়ে নিজেদের ৬৪ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্রুততম। ২০১০ সালের নভেম্বর রোনালদো রিয়ালের হয়ে ৫০তম গোল করেছিলেন নিজের ৫৪তম ম্যাচে।ঘরোয়া লিগে শতভাগ সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে এখানে মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতে রেয়াল। প্রতিপক্ষের ভুলে ছয় গজ বক্সের মুখে বল পেয়ে বাইসাইকেল...