উয়েফা চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিল জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। তুরিনে মঙ্গলবার রাতে খেলা এই ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে গোলের উৎসব। বিরতির পর মাত্র ৪৪ মিনিটে দুই দল মিলে গোল করে ৮ বার! শেষ মুহূর্তে লয়েড কেলির হেডে ভর করে ৪-৪ সমতা নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। গোল উৎসবের শুরু হয় ৫১ মিনিট থেকে। কারিম আদেয়েমি দুর্দান্ত শটে ডর্টমুন্ডকে এগিয়ে নেন। ৬২ মিনিটে কনান ইলদিজের দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরায় জুভেন্তাস। ৬৪ মিনিটে ফেলিক্স নেমেচার টপ কর্নারে শটে ফের এগিয়ে যায় ডর্টমুন্ড। ২ মিনিট পর সমতা ফেরান জুভেন্টাসের ভ্লাহোভিচ। ম্যাচের ৭১ মিনিটে পোস্টের খুব কাছ থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন ডর্টমুন্ডের ইয়ান কৌটো। ৭ মিনিট পর রামি বেনসেবাইনি পেনাল্টি থেকে গোল করলে আরও...