লিওনেল মেসির এক গোল ও এক অ্যাসিস্টে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। মঙ্গলবার রাতে এই জয়ের মাধ্যমে মাত্র দুই সপ্তাহ আগে লিগস কাপ ফাইনালে এই সিয়াটলের কাছে হারের কিছুটা হলেও শোধ নিল তারা। সেই ম্যাচে দলটা ৩-০ গোলে হারিয়েছিল মিয়ামিকে। ম্যাচের শুরুতেই মেসির পায়ের জাদুতে এগিয়ে যায় মিয়ামি। ১২তম মিনিটে তার দারুণ আউটসাইড-ফুট পাসে ফাঁকা জায়গায় বল পান জর্দি আলবা। তিনি সহজেই গোল করে দলকে এগিয়ে দেন। ২৮তম মিনিটে গোলের প্রথম সুযোগ পেয়েছিলেন মেসি। সার্জিও বুসকেটসের লং বল পেয়ে বাম পায়ে শট নেন তিনি, কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে তিনি গোল পান ৪১তম মিনিটে। আলবার পাস থেকে আলতো ছোঁয়ায় মেসি জালে পাঠান বল। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইন্টার মিয়ামি।...