প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ দিকে ম্যাচের প্রায় ২০ মিনিট বাকি থাকতে পরিণত হয় ১০ জনের দলে। এতকিছুর পরও কিলিয়ান এমবাপের জোড়া পেনাল্টি গোলের কল্যাণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ফরাসী ক্লাব মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে ১০ জনের রিয়াল মাদ্রিদ। ১৫ বার ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এই জয়ের মাধ্যমে একটি অনন্য রেকর্ডও গড়েছে। ১৯৯০ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামে (এর আগে নাম ছিল ইউরোপিয়ান কাপ) ইউরোপ সেরার আসর শুরুর পর থেকে ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল তারা। একইসঙ্গে নতুন কোচ, সাবেক রিয়াল খেলোয়াড় জাবি আলোনসোর অধীনে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়েরও স্বাদ পেলো লস ব্লাঙ্কোজরা। ২২ মিনিটেই প্রথম এগিয়ে যায় ফরাসী ক্লাব মার্সেই। টিমোথি উইয়াহর দুর্দান্ত শট গিয়ে জড়িয়ে যায়...