ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের উদ্বোধনী রাতে নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেইকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ২০০তম জয়ের মাইলফলক ছুঁয়েছে ১৫ বারের শিরোপাজয়ীরা। রিয়ালের জয়ের নায়ক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি দুটি পেনাল্টি থেকে গোল করে দলকে পিছিয়ে থেকেও জয়ের পথে ফেরান। ২২ মিনিটে টিমোথি উইয়া গোল করে ফরাসি ক্লাব মার্সেইকে এগিয়ে দিলেও, ২৯ ও ৮১ মিনিটে এমবাপ্পের সফল স্পটকিক জয় নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টদের। এর মাধ্যমে রিয়ালের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ৫০-এ। ম্যাচে উত্তেজনার ঘাটতি ছিল না। দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথমে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ইনজুরিতে মাঠ ছাড়েন, এরপর ৭২ মিনিটে মার্সেই গোলরক্ষক রুলিকে মাথা দিয়ে আঘাত করার অভিযোগে দানি কারভাহাল সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জন নিয়েই...