১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম দীর্ঘ দুই বছর ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই গাজা সিটিতে ভয়াবহ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আন্তর্জাতিক নিন্দা, মানবিক বিপর্যয় ও ইসরায়েলি জিম্মিদের পরিবারের আপত্তি উপেক্ষা করেই এ পদক্ষেপ নিয়েছে দখলদার সেনারা। এ অভিযানের বিরুদ্ধে গাজার শাসক গোষ্ঠী হামাস কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং এর দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে। সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার গাজা সিটিতে নতুন অভিযানের ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, এই অঞ্চল হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি, যা ধ্বংস করা তাদের মূল লক্ষ্য। এতদিন অবরুদ্ধ গাজার এ এলাকায় আইডিএফ পুরোপুরি প্রবেশ না করলেও এবার তারা সম্প্রসারিত আকারে স্থল হামলা শুরু করেছে। প্রশ্ন উঠছে—কেন এমন সময়ে এই অভিযান? এর উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা বলছেন,...