উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাতেই নাটকীয়তা ছড়িয়ে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেইয়ের বিপক্ষে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে ১০ জনের রিয়ালকে ২-১ গোলের রোমাঞ্চকর জয় উপহার দিলেন। এই জয়ের মধ্য দিয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০তম জয়ের মাইলফলক ছুঁল। একই সঙ্গে রিয়ালের সাবেক কিংবদন্তি মিডফিল্ডার থেকে কোচ হওয়া জাবি আলোনসোও পেলেন প্রতিযোগিতায় নিজের অভিষেক জয়।আরো পড়ুন:এমবাপ্পে-গুলের গোলে ১০ জনের রিয়ালের লড়াকু জয়তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয় ম্যাচের শুরুটা ছিল অতিথি মার্সেইয়ের। কিংবদন্তি জর্জ ওয়েহর ছেলে টিমোথি ওয়েহর দুর্দান্ত শটে ২২ মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। তার আগে কিশোর ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো দারুণ এক শটে পোস্ট কাঁপিয়ে দিয়েছিলেন। আর এমবাপ্পের এক ঝটকার বাইসাইকেল...