জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) দুইজন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামুকার সদস্য ইসতিয়াক আজিজ উলফাত এবং খ ম আমির আলীকে অব্যাহতি দিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে তাদের কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। এতে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৫(২) ধারামতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ইসতিয়াক আজিজ উলফাত এবং খ ম আমির আলীকে অব্যাহতি প্রদান করা হলো। গত বছরের ১৮ নভেম্বর ১১ সদস্যের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। পুনর্গঠিত কাউন্সিলের মেয়াদ ৩ বছর। তবে জামুকা আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যে কাউকে অব্যাহতি দেওয়া যাবে। একই সঙ্গে শূন্য হওয়া দুটি পদে...