১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম লিওনেল মেসির বাড়ানো বলে শুরুতে দলকে এগিয়ে নিলেন জর্দি আলবা। বিরতির আগে বিপরীত ভূমিকায় দীর্ঘ দিনের দুই সতীর্থ। বিরতির পরে ব্যবধান আরও বাড়ালেন ইয়ান ফ্রেই। স্যাটল সাউন্ডার্সকে হারিয়ে মেজর লিগ সকারে জয়ে ফিরল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে হাভিয়ের মাসচেরানোর দল। দুই ম্যাচ পর লিগে জয় পেল তারা। ফ্লেরিডার চেস স্টেডিয়ামে ছেড়ে কথা বলেনি সফরকারী সাউন্ডার্স। বল দখলে মায়ামি কিছুটা এগিয়ে থাকলেও দুই দলই গোলের উদ্দেশে শট নেয় ১৪টি করে। তবে মায়ামির ৮টি শট ছিল লক্ষ্যে, সফরকারীদের ৬টি। ম্যাচের ১২তম মিনিটে মেসি-আলবা জুটিতে এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁ প্রান্তে বাড়ান মেসি। বল ধরে এগিয়ে জোরালো শট নেন আলবা।...