১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এর আগেও জকসু নির্বাচন হতে পারে বলে উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে এ ঘোষণা দেন উপাচার্য। শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবি জানালে জবি উপাচার্য বলেন, ‘আমরা নিয়মিত যোগাযোগ করছি। আজও দুপুর ১২টার দিকে তানজিম উদ্দিন (ইউজিসি সদস্য) স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।’ এ সময় শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোডম্যাপ দেবো। তা না হলে সে রোডম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো জকসু...