বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা। তারা হলেন—কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল। পাশাপাশি সংসারীও হয়েছেন। তবে ৪৭ বছর বয়সি তানিশা মুখার্জি এখনো অবিবাহিত। তানিশার জীবনে একাধিক প্রেম এসেছে। অভিনেতা উদয় চোপড়া, আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে অধিকবার খবরের শিরোনাম হন। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তানিশা।আরো পড়ুন:‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি! ‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’ আরমান কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন খারাপ হয়েছিল কি না? এই প্রশ্নের উত্তরে তানিশা মুখার্জি বলেন, “এটা এতটা হৃদয়ভাঙা ব্যাপার ছিল না। অনেকে বিষয়টিকে হৃদয়বিদারক ঘটনা মনে করলেও, আমার জন্য...