এর আগে গত রবিবার বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি। সংবিধান সংশোধনীতে আইনি পন্থার বাইরে নজির সৃষ্টি হোক, তা বিএনপি চায় না। নির্বাচন কোন কিছুর ওপর নির্ভরশীল নয়, নির্বাচন হতেই হবে, সংস্কার কার্যক্রম চলবে কোনো কিছুর কারণে বাধাগ্রস্ত হওয়া চলবে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা উচ্চারণ করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। যদি না হয় তাহলে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জুলাই সনদ বাস্তবায়ন করতে কোন সরকার ব্যর্থ হলে, সে...