তার মা লোটে টেইলরের দেশ সামোয়া। ছেলেকে উৎসাহ জোগালেন তিনি। সেই মা এখন আর বেঁচে নেই। কিডনি রোগে অনেক দিন লড়াই করে এই তো কদিন আগেই পরপারে পাড়ি জমিয়েছেন। তবে মায়ের কথাকে হৃদয়ে ধারণ করে টেইলর তৈরি হচ্ছেন তার ক্যারিয়ার ও জীবনের নতুন এক অধ্যায়ের জন্য। মায়ের দেশের হয়ে ফিরতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, ২০২২ সালে যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিউইদের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান হিসেবে, সাড়ে তিন বছর পর আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নামবেন তিনি সামোয়ার হয়ে। নিউ জিল্যান্ডের হয়ে চারটি ওয়ানডে বিশ্বকাপ ও ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ব্যাটসম্যান এবার খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। আগামী মাসে ওমানে অনুষ্ঠেয় পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের সামোয়া স্কোয়াডে রাখা হয়েছে ৪১ বছর বয়সী ব্যাটসম্যানকে। দিন দশেক আগে সামাজিক...