আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। যার কেজিপ্রতি রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ ডলার। এটি এবার পূজা উপলক্ষে রপ্তানি হওয়া ইলিশের প্রথম চালান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে এসব ইলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা। আমদানি রপ্তানি প্রতিনিধি সোনালী ইন্টারপ্রাইজের সাইফুল ইসলাম ও বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান, ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট এক হাজার...