৩ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে উইন্ডসর ক্যাসলে অবস্থান করবেন তাঁরা। সিএনএন জানিয়েছে,স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে ট্রাম্প দম্পতিকে রাজকীয় বিমান বাহিনীর সদস্যরা এবং পররাষ্ট্র সচিব ইভেট কুপারসহ ব্রিটিশ কর্মকর্তারা স্বাগত জানান। এরপর প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসের উদ্দেশে রওনা হন। এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডির সাথে ছিলেন ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্প এবং তাঁর স্বামী, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এরই মধ্যে। অন্যদিকে বুধবার লন্ডনে বিক্ষোভের ডাক দিয়ে ট্রাম্পের সফর বাতিলের আহ্বান...