১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম বহু জটিলতা ও বিতর্কের পর অবশেষে যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার বিষয়ে চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতার ফলে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক আর বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে নেই। এর ফলে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ব্যবহারকারী স্বস্তি পেলেও, বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন চুক্তির অধীনে টিকটকের মালিকানায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাই প্রাধান্য পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, “টিকটক নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমি চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। শুক্রবার প্রেসিডেন্ট শি’র সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করব।” এর আগে ট্রাম্প বারবার টিকটক নিষিদ্ধ করার ঘোষণা দিলেও, পরে তা পিছিয়ে...