১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম ইসরায়েলি সেনাদের তীব্র বোমা ও গোলাবর্ষণে আবারও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটি। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘের তদন্ত কমিশন এই যুদ্ধকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহলও এরই মধ্যে তীব্র সমালোচনা শুরু করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে গাজার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে। আকাশপথ ও স্থলপথে হামলা শুরু হলে হাজারো ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে দক্ষিণমুখী পালাতে থাকেন। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে “ভয়ঙ্কর” বলে বর্ণনা করেছেন। প্রশ্ন উঠছে—এই হামলার উদ্দেশ্য আসলে কী? উত্তর মিলছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের কথায়। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, “গাজা জ্বলছে”, যা মূলত শহর দখল পরিকল্পনারই ইঙ্গিত বহন করছে।...