বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারী ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন আমলী আদালতে নালিশি মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু স্ব প্রণোদিত হয়ে এই মামলাটি দায়ের করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলে জানান তিনি। নালিশি মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু জানান, বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি, সম্পত্তি দেওয়াসহ বিমানবালা পদে কাজ করার প্রলোভনে প্রতারণা করে আসছিলেন বন কর্মকর্তা। চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা বন কর্মকর্তা মো. কবির...