নিজস্ব প্রতিবেদক: ৫ বছর আগের একটি ফেসবুক পোস্ট হঠাৎ করেই ভাইরাল হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর শেয়ারের পর। ২০২০ সালের ১২ জুলাই আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল একটি পোস্টে ক্ষমতাসীনদের জন্য কড়া বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন। সেই পুরনো পোস্টটি গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৫৪ মিনিটে নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত। শেয়ার করা পোস্টে তিনি ক্যাপশনে শুধু এক শব্দ লেখেন: ‘আচ্ছা’। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকেও পোস্টটি ছিল ফেসবুকে অত্যন্ত সক্রিয়—৮,৩০০ বারের বেশি শেয়ার এবং প্রায় ২ লাখ রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট এসেছে ২৭ হাজারের বেশি। পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন,“যদি ক্ষমতা থাকতো আইন করতাম—বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা...