নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সেই ‘বিয়েপাগল’ বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে! বন বিভাগের প্রভাবশালী এই কর্মকর্তা একে একে ১৭ জন নারীকে বিয়ে করেছেন নানা প্রলোভনে। তদন্তে এসব বিয়ের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল (১৬ সেপ্টেম্বর) রাতে একটি জাতীয় গণমাধ্যমকে ফোনে বরখাস্তের বিষয়টি স্বীকার করেন কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি হাতে পেয়েছেন, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি। এ বছর ৯ এপ্রিল খুলনার খাদিজা আক্তার নামে এক নারী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তার আগে ২০১৯ সালে আরেক স্ত্রী নাসরিন আক্তার দোলন আদালতে মামলা করেছিলেন, যা এখনও বিচারাধীন। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। ১১ সেপ্টেম্বর বরিশালে সরেজমিন তদন্তে অভিযুক্ত স্ত্রী ও...