নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী—এমন প্রমাণ পাওয়ার পর তার ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নির্বাচিত হওয়াটিও ‘অবৈধ’ ঘোষণা করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্রিমিনোলজি বিভাগের গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জালিয়াতির মাধ্যমে এমফিলে ভর্তি হয়েছিলেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে, তারা ভর্তির নীতিমালা ভেঙে বেআইনিভাবে ভর্তি হয়েছেন। এর ফলে তাদের এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানী জিএস নির্বাচিত হয়েছিলেন। তবে...