শেরপুরে আসামিকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য ও স্থানীয় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে এসব তথ্য জানান। আহতরা হলেন- পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া। পুলিশ সূত্র জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারি পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা বিক্রি করছিল। ঘটনাস্থল...