বাংলাদেশ দলের এবারের এশিয়া কাপের জার্নিটা শুরু হয়েছিল হংকংকে হারিয়ে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ায় সুপার ফোরে জায়গা পাওয়ায় শঙ্কা জাগে। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জেতায় আবার টাইগারদের স্বপ্ন দেখাচ্ছে শেষ চারে ওঠার। তবে এজন্য তাদের তাকিয়ে থাকতে হচ্ছে বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। মঙ্গলবার ম্যাচ শেষে ঠিক তেমনটাই জানান টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।কী হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ, কে জিতলে কী হবে-মেলানো হচ্ছে সেই সমীকরণ। বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশের জন্য গল্পটা যেন সব সময় একই। প্রশ্নটা কাল এসেছিল তানজিদ হাসানের সংবাদ সম্মেলনেও। এ ব্যাপারে এ ওপেনার বলেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ, ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা...