জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেশে নতুন সংকটের শঙ্কা সৃষ্টি করেছে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।এ অবস্থায় জাতির আশা-আকাঙ্ক্ষার কান্ডারি হিসেবে পথ দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা। তাঁর দেখানো পথে যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে পারে তাহলেই জুলাই বিপ্লব পৌঁছাবে কাঙ্ক্ষিত বন্দরে। আর তা না হলে বাংলাদেশ আবার একটি এক-এগারোর মতো কিংবা তার চেয়েও ভয়াবহ অবস্থায় পড়বে। এই সংকট থেকে রাজনৈতিক দলগুলোকে এবং দেশকে রক্ষা করতে গত রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত হন ড. ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই জটিল সংলাপে নীতিনির্ধারণী পথ নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। তার এই বক্তব্য কেবল বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নয়, এদেশের জনগণের মুক্তির জন্য অত্যন্ত...