হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই দিনই বলসোনারোকে প্রায় দুই লাখ ডলার জরিমানা করেন দেশটির একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করানোর কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, তাঁর বাবার মারাত্মক হেঁচকি, বমি ও নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হওয়ার পর থেকে অন্ত্রসংক্রান্ত জটিলতায় ভুগছেন। এরপর থেকে এখন পর্যন্ত তাঁর অন্তত ছয়টি অস্ত্রোপচার হয়েছে। এ বছর এপ্রিলে সবশেষ এ ধরনের একটি অস্ত্রোপচার হয়। গত রোববারও ব্রাসিলিয়ায় চিকিৎসা নিয়েছেন বলসোনারো। এদিকে মঙ্গলবারই ব্রাজিলের একটি ফেডারেল আদালত বলসোনারোকে ১০ লাখ রেইস (১ লাখ ৮৮...